আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর, ২০১৭

ট্রাম্প প্রশাসনের হয়ে উত্তর কোরিয়ায় যেতে চান জিমি কার্টার

দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের প্রতিনিধি হিসেবে উত্তর কোরিয়া সফরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেলজয়ী জিমি কার্টার। রোববার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনস এলাকায় নিজ বাড়িতে বসে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে উত্তর কোরিয়ায় যাওয়ার বিষয়ে আগ্রহ দেখান কার্টার। এক প্রশ্নের জবাবে ৯৩ বছর বয়সী কার্টার বলেন-‘হ্যাঁ, আমি যাব।’

যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, উত্তর কোরিয়া সফরের বিষয়ে বন্ধু ও ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টারের সঙ্গে কথা হয়েছে তার। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে নেতিবাচক বার্তা পেয়েছেন তিনি।

‘আমি তাকে (ম্যাকমাস্টার) বলেছি যে দরকার হলে আমাকে পাওয়া যাবে’-নিউইয়র্ক টাইমসকে বলেন কার্টার। সাক্ষাৎকারে নিউইয়র্ক টাইমসের সাংবাদিক কার্টারকে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বাগ্যুদ্ধে ওয়াশিংটনের নীতিনির্ধারণী চিন্তকদের অনেকেই শঙ্কিত। এ সময় কার্টার বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে আমি নিজেও আতঙ্কিত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist