আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর, ২০১৭

ভারতকে সশস্ত্র ড্রোন দেবে যুক্তরাষ্ট্র

ভারতে সশস্ত্র ড্রোন রফতানির বিষয়ে চিন্তাভাবনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ কথা জানান। ভারতীয় বিমানবাহিনীকে আধুনিক করার জন্য সশস্ত্র ড্রোন কিনতে চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ পাঠিয়েছে ভারত। বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই মার্কিন কর্মকর্তা। সশস্ত্র ড্রোন পাওয়া গেলে ভারতীয় প্রতিরক্ষা আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ৮০ থেকে ১০০ ইউনিট সশস্ত্র ড্রোনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে চলতি বছরের প্রথম দিকে অনুরোধ জানায় ইন্ডিয়ান এয়ার ফোর্স। এর জন্য ৮ বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে। গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের পরই ভারতের কাছে সশস্ত্র ড্রোন বিক্রির বিষয়টি গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময়ই ভারতকে ২২টি নিরস্ত্র গার্ডিয়ান ড্রোন বিক্রির কথা ঘোষণা করেছিল আমেরিকা। এবার সশস্ত্র ড্রোন নিয়েই চিন্তাভাবনা চলছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ইন্দো-মার্কিন সম্পর্ক আরো ভালো করে তোলার লক্ষ্যেই এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

ভারত মহাসাগর, রেড সী ও পার্সিয়ান গালফকে জলদস্যুদের হাত থেকে মুক্ত করতেও একসঙ্গে কাজ করছে দুই দেশ। গত বুধবার ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে এক আলোচনা চক্রে অংশ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রি রেক্স টিলারসন বলেন, ভারত এবং আমেরিকা পরস্পরের আদর্শ মিত্র এবং ভারতের সঙ্গে আগামী ১০০ বছরের জন্য বন্ধুত্ব সুনিশ্চিত করতে চায় আমেরিকা। সেখানেই তিনি ভারত এবং আমেরিকার মধ্যে আরও মজবুত মিত্রতার সম্ভাবনার আশাপ্রকাশ করেন। এই দুই দেশকে ‘পৃথিবীর দুই শ্রেষ্ঠ গণতন্ত্র’ বলে আখ্যা দেন টিলারসন। একই দিনে চিনের প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রিবার্তা কিন্তু যথেষ্ট কড়া। বৃহৎ শক্তি হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক নিয়ম ও বিধি মেনে চলার মতো দায়িত্ববোধ দেখাতে শেখেনি চিন- টিলারসনের মন্তব্য ছিল এই রকমই। টাইমস অব ইন্ডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist