আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০১৭

জলপ্রপাতের সামনে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

ফের ঘাতক সেলফি। ভারতের বেঙ্গালুরু শহরের উপকণ্ঠে একটি জলপ্রপাতের সামনে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হলো এক যুবকের। জানা গেছে, বেঙ্গালুরু শহরের খুব কাছেই চিন্নাগিরি জলপ্রপাত। দুই মাস ধরে লাগাতার বৃষ্টিতে এখন রীতিমতো স্রোতস্বিনী হয়ে উঠেছে জলপ্রপাতটি। পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে চিন্নাগিরিতে ঘুরতে গিয়েছিলেন নবীন কুমার নামে ওই যুবক। গত মঙ্গলবার সকালে ওই জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার শখ হয় নবীন ও তার বন্ধুদের। এমন সৌন্দর্যের সাক্ষী হতে জলপ্রপাতকে পেছনে রেখে সেলফি তোলার জন্য একটি টিলায় ওঠেন তারা। আর তখনই ঘটে বিপর্যয়! ছবি তুলতে গিয়ে পা পিছলে জলপ্রপাতের নিচে পড়ে যান নবীন। ঘটনাস্থলেই মারা যান তিনি।

উল্লেখ্য, এ ঘটনার কয়েক দিন আগেই বেঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার দূরে বিদাদিতে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়। এর আগেও বেঙ্গালুরুর রামানাগরা জেলার রামাগোন্ডলু এলাকায় সেলফি তুলতে গিয়ে জলাশয়ে তলিয়ে যান এক কিশোর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist