আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০১৭

উগান্ডায় বয়সসীমা বিলের প্রতিবাদে বিক্ষোভ

উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে নির্দিষ্ট বয়সসীমা তুলে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দেশটির বিরোধী দল।

এ সময় বিরোধী দলের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গত মঙ্গলবার টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। প্রেসিডেন্ট ইয়োউয়েরি মুসাভেনি ষষ্ঠ মেয়াদে ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিলের প্রতিবাদ জানাতে মাথায় লাল ফিতা বেঁধে শত শত বিক্ষোভকারী রাজধানীর উপকণ্ঠে সমবেত হয়।

গত মাসের শেষদিকে বিলটি উত্থাপন করার সময় পার্লামেন্টে এ নিয়ে তুমুল বিতর্ক হয়। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার বয়সের ক্ষেত্রে বর্তমানে যে আইন দেশটিতে বলবৎ রয়েছে তাতে, গত তিন দশক ধরে ক্ষমতায় থাকা মুসাভেনির ষষ্ঠ মেয়াদের জন্য ২০২১ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ নেই।

কেননা, মুসাভেনির বর্তমান বয়স ৭৩ বছর। দেশটির আইন অনুযায়ী ৭৫ বছরের বেশি বয়সের কোনো প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist