আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০১৭

অযোধ্যায় রাম মূর্তি তৈরিতে অর্থ দিচ্ছে মুসলিম

ভারতের উত্তরপ্রদেশ অযোধ্যায় হিন্দু দেবতা রামের একটি বিশাল মূর্তি তৈরির কথা ঘোষণা করেছে রাজ্যের বিজেপি শাসিত সরকার। এবার এতে সহযোগিতার হাত বাড়াতে চাইছে স্থানীয় মুসলমানদের একটি গোষ্ঠী। উত্তরপ্রদেশের শিয়া ওয়াক্ফ বোর্ড জানিয়েছে, তারা রামচন্দ্রের ওই মূর্তির জন্য ১০টি রুপার তৈরি তীর বানিয়ে দেবে। রাম জন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে বহু দশক ধরে বিতর্ক ও মামলা চলছে, নানা জায়গায় দাঙ্গায় হাজার হাজার মানুষ মারা গেছে, সেই বিতর্ক শেষ করে দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির পরিবেশ শুরু করতেই এই সহযোগিতা বলে ওয়াক্ফ বোর্ড মনে করছে। উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের রাম জন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে বিতর্কে যে জায়গা, তারই কাছ দিয়ে বয়ে গেছে সরজু নদী। কয়েক দিন আগে উত্তরপ্রদেশের বিজেপি শাসিত সরকার জানিয়েছে, হিন্দুদের কাছে অতি পবিত্র ওই নদীর ধারে তারা হিন্দুদের আরাধ্য দেবতা রামচন্দ্রের ১০০ মিটার উচ্চতার একটি বিশাল মূর্তি তৈরি করবে।

রাজ্যের শিয়া মুসলমানদের প্রতিনিধিত্বকারী শিয়া ওয়াক্ফ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, তারা ওই মূর্তিটির জন্য ১০টি রুপার তীর বানিয়ে দেবে। ধনুক হাতে যুদ্ধরত রামচন্দ্রের পরিচিত ছবিতে তার পিঠে বাঁধা একটি তূণে বেশ কিছু তীর দেখা যায়।

শিয়া ওয়াক্ফ বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি জানিয়েছেন, কেন রামচন্দ্রের মূর্তি তৈরিতে এই সহযোগিতার সিদ্ধান্ত তাদের? রিজভি বলছিলেন, ‘আমরা যে বার্তাটা এই সহযোগিতার মাধ্যমে দিতে চাইছি, তা হলো হিন্দু আর মুসলমানÑদুই সম্প্রদায়ের মধ্যে যাতে সম্প্রীতির একটা পরিবেশ তৈরি হয়। এই রাম জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে অনেক হিংসা, অনেক অশান্তি হয়েছে, সেসব শেষ করে এবার যাতে দুই সম্প্রদায় শান্তিতে থাকতে পারে, সেই চেষ্টা কোথাও থেকে তো শুরু করতে হবে। সেই প্রচেষ্টাই আমরা করতে চাইছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist