আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০১৭

ট্রাম্প প্রেসিডেন্ট ভাবতেই পারেননি জোশুয়া

তালেবান জঙ্গিরা যখন তাদের বলেছিল, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছেন, বিশ্বাসই করতে পারেননি জোশুয়া বয়েল। মনে হয়েছিল, মজা করছে তারা। মুক্তি পেয়ে বুঝেছেন তারা ঠিকই বলেছিল। তালেবান হাত থেকে সদ্য মুক্তি পেয়েছেন কানাডার নাগরিক জোশুয়া বয়েল, তার মার্কিন স্ত্রী কাতলিন ক্যামেরন এবং তাদের তিন ছেলে-মেয়ে। মে মাসে তারা বেঁচে আছেন প্রমাণ করতে ভিডিও শুট করছিল জঙ্গিরা। তখনই ট্রাম্পের কথা তাদের জানানো হয়। আমেরিকার একটি কাগজে জোশুয়া জানিয়েছেন, ‘আমি ভাবলাম ওরা মজা করছে।’? ২০১২ সালে জোশুয়া এবং তার স্ত্রীকে আফগানিস্তানে অপহরণ করে তালেবান জঙ্গিরা। সেখানেই জন্ম হয় তাদের তিন সন্তানের। পাকিস্তানি সেনা তাদের উদ্ধার করেছে। কিভাবে তাদের উদ্ধার করা হলো? জোশুয়া বলেছেন, তাদের পাঁচজনকে একটি বাক্সে ভরে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানো গোলাগুলির শব্দ পান। কয়েকজন অপহরণকারী মারা পড়েন। অন্যরা পালিয়ে যান।

অপহৃত অবস্থার ভয়ংকর বর্ণনা করেছেন জোশুয়া। তাদের একটি বাথরুমের মতো ঘরে রাখা হতো। স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়। একবার সন্তানসম্ভবা হয়ে পড়লে গর্ভপাত করা হয়। বই, খবরের কাগজ বা কোনো ধরনের বিনোদনের উপকরণ দেওয়া হয়নি। কেবল চক আর স্লেট দেওয়া হয়েছিল। পড়াশোনার জন্য কিছু চেয়েছিলেন তিনি। তাদের নোংরা বাসনপত্র পরিষ্কার করতে দেওয়া হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist