আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০১৭

আফগানিস্তানে পুলিশ সদর দফতরে হামলায় নিহত ১২

আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের পুলিশ সদর দফতরে তালেবানের আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালের এ হামলায় আরো ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা ও জঙ্গিরা।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রদেশটির তিন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে প্রাদেশিক পুলিশের প্রধানও রয়েছেন। কিন্তু আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশপ্রধান আহত হয়েছেন, শুধু এটুকুই তারা নিশ্চিত করতে পারে। হামলাকারীরা প্রাদেশিক রাজধানী গারদেজের পুলিশ সদর দফতরসংলগ্ন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলাটি চালিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ঘটনায় অন্তত দুই হামলাকারী নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ‘ওই মুহূর্তে ক্রাইসিস রেসপন্স ইউনিট এলাকাটি সিল করে দেয় এবং সন্ত্রাসীদের শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’ হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক, উভয়েই রয়েছেন বলে জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্য বিভাগের উপপরিচালক হেদায়েতুল্লাহ হামিদি।

হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist