আন্তর্জাতিক ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

ইরাকি হামলায় নিহত ৩০৬ আইএস জঙ্গি

ইরাকে আরো কোণঠাসা আইএস। গত সোমবার রাতে পশ্চিম ইরাকে বেশ কিছু আইএস জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ইরাকের সেনা। এতে নিহত হয়েছে ৩০৬ জন আইএস জঙ্গি। ইরাক থেকে আইএসকে নির্মূল করতে বেশ কিছুদিন ধরে গোপনে তথ্য সংগ্রহ করছিলেন গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই চিহ্নিত করা সম্ভব হয় গোপন আইএসের গোপন ডেরাগুলোকে। পশ্চিম ইরাকের বিভিন্ন জায়গায় ৪৭ বার বিমান হামলা চালানো হয়েছে। এদের মধ্যে পূর্ব সিরিয়ার মায়দিন এলাকার ঘাঁটি লক্ষ্য করে ছয়টি বিমান হামলা হয়। সবচেয়ে বেশি জঙ্গির মৃত্যু হয়েছে সেখানেই। তবে সেই সংখ্যাটা যে কত, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। একটি সংবাদ সংস্থার দাবি, আকাশাত এলাকায় বিমান হামলায় ১২০ জন আইএস জঙ্গির মৃত্যু হয়েছে। তার মধ্যে চারজন উচ্চপদস্থ জঙ্গিনেতা।

এর আগে আনবার প্রদেশের রামাদি ও ফাল্লুজাসহ কয়েকটি শহর আইএস জঙ্গিদের কবল থেকে মুক্ত করেছে ইরাকের সেনা। তবে সিরিয়া সীমান্তসহ ওই প্রদেশের গ্রামীণ এলাকা এখনো আইএস জঙ্গিদের দখলে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist