আন্তর্জাতিক ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

পালানোর আগে ডেরায় ফিরেছিলেন হানিপ্রীত

দুই সাধ্বীকে ধর্ষণ মামলায় গত মাসে ২০ বছরের জেল হয় ভারতের হরিয়ানা রাজ্যের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের। ওই দিন পঞ্চকুলায় ডেরা ভক্তদের তা-বের পর সিরসায় ফিরেছিলেন তার ‘পালিতকন্যা’ হানিপ্রীত। এমনটাই দাবি করেছেন ডেরা সচ্চা সৌদার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন বিপাসনা ইনসান।

গত সোমবার সিরসার হুডা পুলিশ ফাঁড়িতে বিশেষ তদন্তকারী দলের (সিট) মুখোমুখি হন তিনি। এ সময় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জেরা করা হয় তাকে। দববালির ডিএসপি কুলদীপ বেনিওয়ালের নেতৃত্বে তদন্ত দলের সামনে বিপাসনা জানান, গত ২৫ আগস্ট রোহতক থেকে সিরসায় এসেছিলেন হানিপ্রীত। বিপাসনা নিজেই সেই ব্যবস্থা করে দিয়েছিলেন।

ওই দিনই পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত জোড়া ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করে। এর পর হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন অংশে ডেরা ভক্তদের তা-বে নিহত হন ৩৮ জন। রাম রহিমের সঙ্গে মিলে এ ঘটনার ছক করেছিলেন হানিপ্রীত। বিপাসনার দাবি, গুরমিত রাম রহিমের জেলে যাওয়ার পর ২৭ আগস্ট ডেরা থেকে লাপাত্তা হন হানিপ্রীত। এমনকি, ডেরার সঙ্গে সব সম্পর্কও ছিন্ন রেখেছেন তিনি।

এরই মধ্যে হানিপ্রীতের খোঁজে অভিযান শুরু করেছে হরিয়ানা পুলিশ। তিনি দেশ ছেড়ে নেপালে গা-ঢাকা দিয়েছেন বলে সন্দেহ পুলিশের। ডেরার কার্যকলাপ নিয়েও বিপাসনাকে জিজ্ঞাসাবাদ করে সিট। সিরসায় ডেরার নিরাপত্তারক্ষীদের সম্পর্কেও প্রশ্ন করা হয় তাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist