আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ আগস্ট, ২০১৭

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধীদের ওপর চড়াও পুলিশ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের রাজধানী ফিনিক্সে ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, স্টোন গ্রেনেড ও পেপার স্প্রে ছুড়েছে পুলিশ। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। বিক্ষোভের সময় পুলিশ কাউকে গ্রেফতার করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফিনিক্স পুলিশের মুখপাত্র জোনাথন হাওয়ার্ড বলেন, ‘পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা পাথর ও বোতল ছুড়তে থাকে। সহিংস এই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়া হয়।’ তবে বিক্ষোভে অংশ নেওয়া ডিলন স্কট বলেন, ‘শার্লটসভিলের সহিংসতা ও ট্রাম্পের প্রতি হতাশা ব্যক্ত করতে এখানে এসেছি।’

ট্রাম্প সমর্থক জন ব্রাউন ট্রাম্পবিরোধীদের প্রতিহত করতে একে-৪৭ অস্ত্র নিয়ে আসেন। ঘটনাস্থলে থাকা আল জাজিরার প্রতিবেদক গ্যাব্রিয়েল এলিজোন্দো বলেন, ‘ট্রাম্প সমালোচকদের সঙ্গে ট্রাম্প সমর্থকদের বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ টিয়ারশেল ছুড়তে থাকলে তারা (বিক্ষোভকারী) ছত্রভঙ্গ হয়ে যায়।’

অধিকাংশ টেলিভিশন চ্যানেল রাস্তা থেকে চলে গেছে। সেখানে এখন অসংখ্য দাঙ্গা পুলিশ আনা হচ্ছে।

এদিকে শার্লটসভিলে সহিংসতার ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে প্রেসিডেন্ট ট্রাম্পকে হস্তক্ষেপ না করার আহ্বান জানান ফিনিক্সের মেয়র গ্রেগ স্ট্যান্টন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিলে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা আন্দোলন শুরু করে। সেই সময় শ্বেতাঙ্গদের বর্ণবাদী এই আন্দোলনের প্রতিবাদ এবং ট্রাম্পের সমালোচনা করে রাস্তায় নামে হাজার হাজার বর্ণবাদবিরোধী বিক্ষোভকারী। বর্ণবাদবিরোধীদের এই আন্দোলনে সহিংসতায় একজন নিহত ও অনেকে আহত হন।

বুধবার ট্রাম্পের সমালোচনা করে অ্যারিজোনায় বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। তাদের অনেকেই হিটলারের মতো করে গোঁফ আঁকা ট্রাম্পের প্রতিকৃতি ও ছবিতে স্বাক্ষর করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist