আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ আগস্ট, ২০১৭

শ্বেতাঙ্গদের সহিংসতার প্রতিক্রিয়ায় ওবামার টুইট

যুক্তরাষ্ট্রে দাস প্রথার সাক্ষ্য বহনকারী ভাস্কর্য অপসারণ নিয়ে ফুঁসে উঠেছে ভার্জিনিয়ার চার্লোটেসভিলে শহর। কয়েক দিন ধরেই সেখানে তীব্র বিক্ষোভ ও সহিংসতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই নর্থ ক্যারোলিনায় ‘কনফেডারেট স্ট্যাচু’ ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা। উগ্র শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কোনো ধরনের কড়া প্রতিক্রিয়া না জানানোয় প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকান ম্যানুফ্যাকচারিং কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন চারটি বড় গ্রুপের প্রধান চারজন নির্বাহী কর্মকর্তা। তবে সবচেয়ে বড় প্রতিক্রিয়াটি এসেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার টুইটে। বর্ণবৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার রূপকার নেলসন ম্যান্ডেলার একটি উক্তি দিয়ে টুইট করেন ওবামা। মানবতার বার্তা বহনকারী ওবামার ওই টুইটটি ইতোমধ্যে যেকোনো আমেরিকান রাজনীতিবিদের করা টুইট থেকেও বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist