আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ আগস্ট, ২০১৭

ভারতে বন্যায় মৃত ৯১, ক্ষতিগ্রস্ত ৯৬ লাখ মানুষ

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বন্যায় অন্তত ৯১ জন মারা গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৬ লাখেরও বেশি লোক। গতকাল বুধবার দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কথা জানান।

সূত্রমতে, গত তিন দিনের ভারী বৃষ্টিতে নতুন করে বন্যা দেখা দিয়েছে। বিহারের ১২টি জেলা বন্যায় তলিয়ে গেছে এবং পরিস্থিতির অবনতি ঘটছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সংবাদমাধ্যমকে বলেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। একটানা বৃষ্টি ও পানির স্তর বেড়ে যাওয়ায় ক্ষতির পরিমাণও বাড়ছে।

বন্যার কারণে কয়েক হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ বন্যাদুর্গতদের জন্য আশ্রয় শিবির খুলেছে। এ ছাড়া স্থানীয় সরকার মৃতদের প্রত্যেক পরিবারকে ছয় হাজার ২১৬ মার্কিন ডলার ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে। সিনহুয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist