আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ আগস্ট, ২০১৭

নর্থ ক্যারোলিনায় ভাঙা হলো কনফেডারেট স্ট্যাচু

ট্রাম্প কাউন্সিল থেকে চারজনের পদত্যাগ

মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনায় কনফেডারেট স্ট্যাচু ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা। গত মঙ্গলবার ভার্জিনিয়ার চার্লোটেসভিলের শ্বেতাঙ্গবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেন নর্থ ক্যারোলিনার বিক্ষোভকারীরা। দাস প্রথার পক্ষের এসব সেনাদের ভাস্কর্য অপসারণের পরিকল্পনা করছেন বিভিন্ন শহরের মেয়ররা।

কেনটাকি অঙ্গরাজ্যের বাল্টিমুর এবং লেক্সিংটনের মেয়ররা জানিয়েছেন, প্রকাশ্য স্থান থেকে তারা অপসারণের পরিকল্পনা করছেন। দেশটিতে গৃহযুদ্ধের সময় দাস প্রথার পক্ষের এসব সেনার ভাস্কর্য ঐতিহ্যের নাকি ঘৃণার প্রতীক তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মেমফিস, টেনেসিস এবং ফ্লোরিডার জ্যাকসনভিলের মেয়ররা জানিয়েছেন, তারা এসব কনফেডারেট ভাস্কর্য সরিয়ে ফেলার চিন্তা করছেন। ট্রাম্প কাউন্সিল থেকে চারজনের পদত্যাগ উগ্র শ্বেতাঙ্গদের বিরুদ্ধে প্রথম দিন কড়া প্রতিক্রিয়া না জানানোর কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকান ম্যানুফ্যাকচারিং কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন চারটি বড় গ্রুপের প্রধান চারজন নির্বাহী কর্মকর্তা। তারা হলেন-ইনটেল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ক্রানিচ, মেরক অ্যান্ড কো ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কেনেথ ফ্রাজার, আন্ডার আর্মার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন প্যাংক এবং আমেরিকান ম্যানুফ্যাকচারিং অ্যালায়েন্সের প্রধান স্কট পল।

শ্রমিক ইউনিয়নের একটি সংগঠন এএফএল-সিআইও জানিয়েছে, ওই কমিটিতে থাকা তাদের প্রতিনিধিদেরও তারা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে। তারা এক কোটি ২৫ লাখ শ্রমিকের প্রতিনিধিত্ব করে। সিএনএন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist