আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৭

সিয়েরা লিওনে ভূমিধসে মৃত ৩১২

পশ্চিম এশিয়ার ছোট দেশ সিয়েরা লিওনেতে বিশাল ভূমিধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩১২ জনের। তাদের মধ্যে রয়েছে ৬০ জন শিশু এবং বালক-বালিকাও। ভারী বৃষ্টিতে সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা নাগাদ রাজধানী ফ্রিটাউন সংলগ্ন এসএস ক্যাম্প রিজেন্টে পাহাড়ের একাংশ ধসে চাপা পড়ে গেছে মোরতেমা অঞ্চল। বেশিরভাগ মানুষই তখন ছিলেন গভীর ঘুমে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন সিয়েরা লিওনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর বোকাহে ফোহ্?। বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে কমপক্ষে দুই হাজার মানুষ গৃহহীন। ফ্রিটাউন দিয়ে নদীর মতো বইছে মাটি, পাথরের স্রোত। অতলান্তিক মহাসাগরের তীরবর্তী দেশ হলেও সিয়েরা লিওনেতে নিকাশি ব্যবস্থার দুর্দশার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই। তার ফলেই এই সমস্যা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেনা, বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গেই উদ্ধারকাজ চালাচ্ছে রেড ক্রসও। কিন্তু ভারী বৃষ্টি এবং ধসে উদ্ধারে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা। রয়েছে অ্যাম্বুলেন্স, চপার। উদ্ধারকারীরা জানাচ্ছেন মাউন্ট সুগারলোফে পাদদেশের অবস্থিত ঘরগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন। এর মধ্যেই নিজেদের অবশিষ্ট গৃহস্থালির সরঞ্জাম, পরিজনদের সন্ধানে মাটি, পাথরের স্তুপ সরিয়ে খোঁজ চালাচ্ছেন গৃহহীন মানুষরাও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist