আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৭

গুয়ামে হামলার ছক চূড়ান্ত করেছে উত্তর কোরিয়া

বাণিজ্যিক যুদ্ধে কেউ জিতবে না : চীন, যুদ্ধ এড়ানো আরজি সোলের, শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের আহ্বান ইইউয়ের

মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিশদ পরিকল্পনা আগেই প্রকাশ্যে এনেছিল উত্তর কোরিয়া। এবার তারা হামলার ছক চূড়ান্ত করেরে গতকাল মঙ্গলবার আরো একধাপ এগিয়ে কিম জং-উনের একটি ছবি প্রকাশ করেছে পিয়ংইয়ং। ছবিতে দেখা যাচ্ছে, ওয়ার রুমে ম্যাপের সামনে বসে ক্ষেপণাস্ত্র হানার পরিকল্পনা চূড়ান্ত করছেন কিম। সঙ্গে রয়েছেন সামরিক কর্মকর্তারা। এদিকে চীন যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে দিয়ে বলেছে, বাণিজ্যিক যুদ্ধে কেউ জয়ী হবে না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন যুদ্ধ এড়িয়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, শান্তিপূর্ণভাবেই সংকটের সমাধান করতে হবে। পিয়ংইয়ং গত সপ্তাহেই ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল ওয়াশিংটনকে। মার্কিন মূল ভূখ-ে এখনই হামলা না চালালেও পশ্চিম প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে অবস্থিত সুবিশাল মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা বিশদে চূড়ান্ত করা হয়েছে বলে উত্তর কোরিয়া জানিয়েছিল। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছিল, উত্তর কোরিয়া হামলা চালালে আমেরিকার তার মোকাবিলায় প্রস্তুত। সতর্কবার্তা জারি হয়েছিল গুয়ামে। সেই উত্তাপকে মঙ্গলবার আরো একটু বাড়িয়ে দিল উত্তর কোরিয়া। নিজের সামরিক বাহিনীর শীর্ষকর্তাদের নিয়ে কিম জং-উন কীভাবে ক্ষেপণাস্ত্র হামলার ছক চূড়ান্ত করছেন, সেই ছবি এ দিন প্রকাশ করেছে দেশটি।

মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে উত্তর কোরিয়া। পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণও ঘটিয়েছে একাধিকবার। শাসক কিম জং-উন নিজে পর্যবেক্ষণ করছেন সেসব। ফলে ক্রমশ বাড়ছে উত্তাপ। যে ছবিটি উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে, কিমের সামনের টেবিলে রাখা একটি ম্যাপ। আর কিমের দুপাশে দাঁড়িয়ে রয়েছেন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষকর্তারা। হাতে একটি ব্যাটন নিয়ে কিম বুঝে নিচ্ছেন, কোন পথে মিসাইল ছুটে যাবে গুয়ামের দিকে।

বাণিজ্যিক যুদ্ধে কেউ জিতবে না : আমেরিকাকে সতর্কবার্তা চীনের : বাণিজ্যিক যুদ্ধে জড়িয়ে কোনো লাভ নেই। কেউই জিততে পারবে না। আমেরিকার প্রতি সতর্কবার্তা চীনের। গত সোমবার চীনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমেরিকার প্রতি এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। চীনের আইন বা বাণিজ্যিকনীতি মার্কিন উদ্ভাবক এবং প্রযুক্তি সংস্থাগুলোর জন্য কোনোভাবে ক্ষতিকর হয়ে উঠছে কি না, তা খতিয়ে দেখার জন্য সোমবারই একটি নির্দেশে স্বাক্ষর করার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

এই মার্কিন তদন্তের রিপোর্ট নেতিবাচক হলে চীনের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞাও জারি করতে পারে আমেরিকা। সে কথা মাথায় রেখেই ওয়াশিংটনকে সতর্কবার্তা দিতে শুরু করেছে বেইজিং।

‘বাণিজ্যিক যুদ্ধের কোনো ভবিষ্যৎ নেই। কেউ জিততে পারবে না, প্রত্যেকেই হারবে’Ñমন্তব্য চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িংয়ের। আমেরিকা কি চীনের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারির পথে হাঁটবে? এ-সংক্রান্ত প্রশ্নের উত্তরেই চুনয়িং এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমার মনে হয় চীন-আমেরিকা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে একসঙ্গে কাজ করা উচিত।’

যুদ্ধ এড়াতেই আরজি সোলের : যুদ্ধ নয়, সমাধান হোক কূটনৈতিক পথেই। উত্তর কোরিয়াকে বাগে আনতে জোটসঙ্গী আমেরিকার কাছে গতকাল মঙ্গলবার এমনটাই আর্জি রাখলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। বেপরোয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু নয়, সম্প্রতি আমেরিকাকে সরাসরি হামলার হুমকিও দিয়েছে পিয়ংইয়ং। যার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে জানান, কোমর বেঁধে তৈরি আমেরিকাও। দিন দুয়েক আগেই তাই ট্রাম্পকে ফোন করে ধৈর্য ধরার কথা বলেন উত্তর কোরিয়ার ‘বন্ধু’ দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই কথা বলা হয়েছে এবার দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও। দুই পক্ষকেই উদ্দেশ করে মুন জায়ে-ইন বলেন, ‘উসকানি দেওয়াটা বন্ধ করা উচিত। তবে আমেরিকা যে দায়িত্বশীলভাবেই এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।’ আমেরিকার জয়েন্ট চিফ অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড এ মূহূর্তে সোলে। মুন গতকাল মঙ্গলবার তার সঙ্গে দেখা করে এ শান্তি প্রস্তাব দেন। তবে ট্রাম্প এতে আদৌ কান দেবেন কি না, সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন কূটনীতিকদেরই একাংশ।

‘সামরিক নয়, শান্তিপূর্ণভাবে’ কোরীয় সংকট সমাধানের আহ্বান ইইউয়ের : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি সোমবার কোরিয়া উপদ্বীপে চলমান সংকটের ‘সামরিক পন্থায় নয়, শান্তিপূর্ণভাবে’ সমাধানের আহ্বান জানিয়েছেন। চলমান উত্তেজনাকে আরো উসকে দিতে পারে ‘নতুন করে এমন কোনো উসকানিমূলক কর্মকা-’ না চালাতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একটি প্রধান ইইউ প্যানেলের বৈঠকের পর এই বিবৃতি প্রকাশ করা হয়। এতে তিনি আরো বলেন, ‘অবিলম্বে কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসন প্রয়োজন।’ ‘সামরিক নয়, শান্তিপূর্ণভাবে’ কোরীয় সংকট সমাধানের আহ্বান ইইউ’র ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি সোমবার কোরিয়া উপদ্বীপে চলমান সংকটের ‘সামরিক পন্থায় নয়, শান্তিপূর্ণভাবে’ সমাধানের আহ্বান জানিয়েছেন। চলমান উত্তেজনাকে আরো উসকে দিতে পারে ‘নতুন করে এমন কোনো উসকানিমূলক কর্মকা-’ না চালাতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একটি প্রধান ইইউ প্যানেলের বৈঠকের পর এই বিবৃতি প্রকাশ করা হয়। এতে তিনি আরো বলেন, ‘অবিলম্বে কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসন প্রয়োজন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist