আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ আগস্ট, ২০১৭

‘অবৈধ ভঙ্গিতে’ নাচ, সৌদিতে গায়ক গ্রেফতার

‘অবৈধ ভঙ্গিতে’ নাচার অপরাধে সৌদি আরবের একজন জনপ্রিয় গায়ক ও টেলিভিশন উপস্থাপককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় গত শনিবার আবদুল্লাহ আল শাহানি নামের ওই গায়ককে গ্রেফতার করা হয়। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের তাইফ শহরে গত সপ্তাহে একটি গানের উৎসবে নাচছিলেন শাহানি। নাচের একপর্যায়ে এক হাত আকাশের দিকে তাক করে অন্য হাত কপালের নিচে রেখে ঝুঁকে পড়েন তিনি।

নাচের এই ধরন সৌদি আরবে নিষিদ্ধ। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের জাতীয় মাদকবিরোধী কমিশন সম্প্রতি নাচের ওই ভঙ্গি নিষিদ্ধ করে। তাদের পক্ষ থেকে জানানো হয়, ভঙ্গিটি গাঁজা সেবনের সঙ্গে সংশ্লিষ্ট।

এদিকে গ্রেফতার হওয়া ওই গায়ক নিজের ভুল স্বীকার করেছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনি জানান, নাচের ওই ভঙ্গি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। এ ছাড়া সরকার ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist