আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ আগস্ট, ২০১৭

মালয়েশিয়ায় সন্ত্রাসী প্রবেশ ঠেকাতে সীমান্তে জোর নিরাপত্তা

আগামী সপ্তাহেই মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে ‘সাউথইস্ট এশিয়ান গেমস’। আর এশিয়ার অন্যতম বৃহৎ এই ক্রীড়া আয়োজনকে সামনে রেখে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে দেশটিতে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তফার আলী গত শুক্রবার দেশটির সংবাদমাধ্যমের কাছে এ তথ্য জানান।

গতকাল রোববার দেশটির লাবুয়ান প্রদেশের অভিবাসন বিভাগে দুর্নীতিমুক্ত শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন, ‘অবৈধ অভিবাসী এবং সন্দেহভাজন সন্ত্রাসীর অনুপ্রবেশ ঠেকাতে মালয়েশিয়া অভিবাসন বিভাগ দেশটির ১৩৭টি প্রবেশপথ কঠোরভাবে নজরদারি করছে। দেশে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের অবৈধ প্রবেশপথ হিসেবে বেশ কয়েকটি চোরাপথ চিহ্নিত করা হয়েছে। ওই পথগুলোতেও ক্রমাগত অভিযান চলবে।’ মুস্তফার আলী জানান, সম্প্রতি জারি করা সীমান্ত নিরাপত্তা এজেন্সি আইন (একেএসইএম) অনুযায়ী মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তসহ অন্যান্য পথে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধে আরো নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োগ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist