আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ আগস্ট, ২০১৭

লন্ডনে হামলার ছক কষেছিল মেয়েরা

আদালতের ভেতরে ভিডিও কনফারেন্স চলছে। স্ক্রিনে ফুটে উঠল হিজাব আর চাদরে মুখ ঢাকা তিন মহিলার ছবি।

ওরা তিনজন নাকি লন্ডনের রাস্তায় সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল! শুক্রবার সেই মামলাই চলছিল আদালতে। আর ধৃত তিন মহিলা এভাবেই জেল থেকে হাজিরা দিল লন্ডনের ওল্ড বেইলি আদালতে। ২৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। ওদের ঠাঁই হয়েছে ব্রোনজফিল্ডের হাজতে। পুলিশ জানিয়েছে, শুধু মেয়েরা মিলে হামলার ষড়যন্ত্র করেছে- সাম্প্রতিক অতীতে এমন ঘটনা লন্ডনে ঘটেনি। ধৃতদের মধ্যে দুজন মা-মেয়ে। ৪৩ বছরের মিনা ডিচ ও তার মেয়ে রিজলাইন বোলার (২০)। অন্য জন খাওলা বারঘোতির বয়সও কুড়ির আশপাশে। এপ্রিল মাসে লন্ডনের উইলস্?ডেন এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে রিজলাইন ও খাওলাকে গ্রেফতার করে পুলিশ। একই দিন কেন্ট থেকে ধরা পড়ে মিনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist