আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ আগস্ট, ২০১৭

নেপালে বন্যা ও ভূমিধসে ৩০ জনের মৃত্যু

নেপালে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত শনিবার থেকে ২৪ ঘণ্টায় ৩০ জন মারা গেছে। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, আরো ১০ জন নিখোঁজ রয়েছে এবং বন্যাকবলিত দেশটিতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন।

টিভিতে প্রচারিত ছবিতে দেখা যায় আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনী ও স্থানীয় মানুষজন কাজ করছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, আরো ভারী বর্ষণ হতে পারে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। নেপালের দক্ষিণে কোশি নদী যা কি না দেশটির প্রধান নৌপথে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেপালে জুন থেকে সেপ্টেম্বরে বর্ষাকালের বৃষ্টি কৃষিনির্ভর নেপালের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটি প্রতি বছর ধ্বংসও ডেকে আনে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দীপক কাফলে বলেন, এই বন্যায় ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। আমরা ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। পূর্বাঞ্চলের বিরাটনগরের বিমানবন্দর দুই ফুট পানির নিচে আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist