আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ আগস্ট, ২০১৭

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল জাপান

জাপান গতকাল শনিবার প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। সম্প্রতি উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের গুয়ামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেওয়ায় দেশটি এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের উদ্যোগ নিয়েছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে এ কথা বলা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বাগ্যুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনাও বেড়ে গেছে। সরকারি সম্প্রচারকেন্দ্র এনএইচকে জানায়, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পশ্চিমাঞ্চলে শাইম্যান, হিরোশিমা ও কোচিতে প্যাট্রয়েট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ (প্যাক-৩) ক্ষেপণাস্ত্র পদ্ধতি মোতায়েন করছে। কারণ উত্তর কোরিয়ার হুশিয়ারি অনুযায়ী, তারা এ পথ দিয়েই গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। এনএইচকে আরো জানায়, জাপান এ ছাড়াও পার্শ্ববর্তী ইহিমে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করছে। দেশটির সরকারের প্রধান মুখপাত্র ইয়োশিহিদা সুগা চলতি সপ্তাহে বলেন, জাপান সরকার উত্তর কোরিয়ার কোনোপ্রকার হুমকি বরদাশত করবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist