আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ আগস্ট, ২০১৭

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের স্ত্রী!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসন লাহোর-৩ এ আগামী ১৭ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রায়ে নওয়াজ শরিফ অযোগ্য ঘোষিত হলে লাহোর-৩ আসনটি শূন্য হয়। নওয়াজের দল পিএমএল-এনের হয়ে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন নওয়াজ শরিফের স্ত্রী বেগম কুলসুম নওয়াজ। গত শুক্রবার উপনির্বাচনের মনোনয়নপত্র কিনেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, উপনির্বাচনে বিজয়ী করার পর স্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেবেন নওয়াজ শরিফ। সেটি হলে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বেগম কুলসুম নওয়াজ।

লাহোর-৩ আসনের উপনির্বাচনে অন্তত ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এদের মধ্যে আসিফ কিরমানি, ক্যাপ্টেন সফদার এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির (পিটিআই) মনোনীত প্রার্থী ডা. ইয়াসমিন রশিদও রয়েছেন। ১৯৯৯ সালে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় কারাবন্দি নওয়াজের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছিলেন কুলসুম নওয়াজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist