আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ আগস্ট, ২০১৭

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বাগ্যুদ্ধ : উদ্বিগ্ন বিশ্বনেতারা

অত্যন্ত তপ্ত হয়ে আছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরিস্থিতি। দুদেশের মধ্যে এখন যে কথার লড়াই চলছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনেতারা।

তারা আশঙ্কা করছেন, এ কথার লড়াই পরিস্থিতিকে আরো অশান্ত করে তুলবে। কিন্তু তাতে কোনো পক্ষেরই থামার লক্ষণ নেই। প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার উদ্দেশে বাক্যবাণ অব্যাহত রেখেছেন এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর সামরিক হামলা চালানোর ব্যাপারে আবারও পিয়ংইয়ংকে সতর্ক করে দিয়েছেন। এর আগে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ‘গুলিভরা বন্দুকের মতোই সতর্ক আছে’-এমন বক্তব্য দিয়ে বেশ একটা শোরগোল ফেলে দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যে বক্তব্যের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া অভিযোগ করে প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতিকে একটি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। এবার নিউই জার্সিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি তার আগের ওই বক্তব্যে অটল রয়েছেন। তিনি বলেন, ‘আমরা খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখছি। আমি আশা করছি, তারা (উত্তর কোরিয়া) আমার কথার মাধ্যমে পরিস্থিতির গুরুত্ব সম্পূর্ণরূপে অনুধাবন করতে পেরেছে। আমাকে বিশ্বাস করুন, এই লোক যা করছে, তাতে সে পার পাবে না।’ দুই দেশের এই কথার লড়াইয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের শক্তিশালী দেশগুলোর নেতারা। রাশিয়া মনে করছে, এর ফলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘পরিস্থিতি যখন এমন দাঁড়ায় যে যেকোনো সময় বিস্ফোরণ ঘটবে, তখন, আমি মনে করি তখন পরিস্থিতি শান্ত করার প্রথম উদ্যোগটা নিতে হয় তাকে যিনি শক্তিশালী এবং চটপটে।’

ল্যাভরভ স্পষ্টতই এখানে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করছেন, শান্তি স্থাপনের প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist