আন্তর্জাতিক ডেস্ক

  ১২ আগস্ট, ২০১৭

৫৪ কেজির ‘দঙ্গল কেক’

এই সেই দঙ্গল কেক। ছবি: ব্রডওয়ে বেকারির ফেসবুক পেজ থেকে। আমির খানের ‘দঙ্গল’ জ্বরে এখনও কাবু দুবাই। যে ভাবে এই ছবির মধ্য দিয়ে একটা আন্তর্জাতিক মানের ক্রেজ তৈরি করেছেন মিস্টার পারফেকশনিস্ট, তার ঝলক দেখা গেল দুবাইয়ের একটি বেকারিতে।

আর তিন বাদেই ভারতের ৭১তম স্বাধীনতা দিবস। দেশের স্বাধীনতা দিবসকে উৎসর্গ করে এ বার বিশাল আকারের কেক তৈরি করছে দুবাইয়ের ব্রডওয়ে বেকারি। কেকটিতে আমির খানের দঙ্গল ছবির এক ঝলক তুলে ধরা হয়েছে। মহাবীর ফোগটের দুই মেয়ে কুস্তি লড়ছে, আর আমির হাত মুড়ে সেটা নজর রাখছেন। এই আদলেই তৈরি করা হয়েছে কেকটি। কেকটি তৈরি করতে এক মাস সময় লেগেছে। ওজন ৫৪ কেজি। ১২০০ কারিগর মিলে কেকটি তৈরি করেছে। কেকটির দাম প্রায় ২৫ লক্ষ টাকা। সংস্থার দাবি, এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভোজ্য কেক। সংস্থাটি আরও জানিয়েছে, গ্রাহকের চাহিদা অনুযায়ী কেকটিতে যে মেডেলের প্রতিকৃতি তৈরি করা হয়েছে তাতে ৭৫ গ্রাম ভোজ্য সোনা ব্যবহার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist