আন্তর্জাতিক ডেস্ক

  ১২ আগস্ট, ২০১৭

ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর শপথ

ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক গৃহায়ণ ও নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াদিলিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরপর দুবার ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে গত বৃহস্পতিবার দায়িত্ব শেষ হয় কংগ্রেস নেতা হামিদ আনসারির। এর এক দিন পর শুক্রবার তার স্থলাভিষিক্ত হন ভেঙ্কাইয়া নাইডু।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ রাজ্যসভা ও লোকসভার আইনপ্রণেতারা। শপথ গ্রহণের পর ভেঙ্কাইয়া নাইডুকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

গত ৫ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধীকে পরাজিত করে জয়ী হন বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু। জয়ের পর নাইডু বলেন, ভারতের উন্নয়নে সব মানুষের যে অধিকার রয়েছে, সেই অধিকার রক্ষা করতে সচেষ্ট থাকবেন তিনি। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে ভেঙ্কাইয়া নাইডু দিল্লির ডিডিইউ পার্কে দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধা জানান। এরপর তিনি দিল্লির পটেল চকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist