আন্তর্জাতিক ডেস্ক

  ১২ আগস্ট, ২০১৭

বিদেশের কারাগারে সাড়ে সাত হাজার ভারতীয় বন্দী

বিদেশের কারাগারে বর্তমানে ৭ হাজার ৬২০ জন ভারতীয় নাগরিক বন্দী রয়েছেন। এই বন্দীর সংখ্যা সবচেয়ে বেশি সৌদি আরবে। গতকাল বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এম জে আকবর বলেন, বিভিন্ন দেশের ৮৬টি কারাগারে থাকা ভারতীয় বন্দীদের মধ্যে নারীর সংখ্যা ৫০ জন। এসব বন্দীর ৫৬ শতাংশ রয়েছেন উপসাগরীয় দেশগুলোর কারাগারে। এ মুহূর্তে সৌদি আরবে রয়েছেন ২ হাজার ৮৪ জন ভারতীয় বন্দী। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, চুরি, ঘুষ নেওয়া ও মদ পান বা বিক্রির অভিযোগ রয়েছে। ইমিগ্রেশন ও ভিসা-সংক্রান্ত সমস্যার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার কারাগারে রয়েছেন ৫০০ জন ভারতীয় বন্দী। অপর দিকে পাকিস্তানের কারাগারে ৫৪৬ জন। এম জে আকবর জানান, অস্ট্রেলিয়া এবং কানাডার কারাগারে জেল খাটছেন ১১৫ জন ভারতীয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist