আন্তর্জাতিক ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৭

ভারতে মুসলিমদের মধ্যে অস্বস্তি কাজ করছে : উপ-রাষ্ট্রপতি

ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি বলেছেন, ভারতে মুসলিমদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে আজকাল। ভারতের মধ্যে বর্তমানে অসহনশীলতা ও নজরদারির পরিবেশ তৈরি করা হয়েছে। ফলে নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষ। ভারতজুড়ে এই অসহনশীলতার ব্যাপারে তিনি দেশের বিশিষ্ট বহুজনের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

ভারতের বিভিন্ন স্থানে গণপিটুনিতে মৃত্যু, নজরদারি, গো-হত্যায় নিষেধাজ্ঞা ও ঘর ওয়াপসির মতো ঘটনা এ অসহনশীলতার কারণে ঘটছে বলে মনে করেন উপ-রাষ্ট্রপতি।

নিজ পদ থেকে বিদায় নেওয়ার ঠিক আগমুহূর্তে স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি এসব কথা বলেন। তিনি বলেন, এর ফলে আজ ভারতীয় মূল্যবোধ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। দেশে আইনের শাসন জারি করার ক্ষমতাও আর প্রশাসনের নেই।

আনসারি আরো বলেন, ‘ভারতের মাটিতে শতাব্দীর পর শতাব্দী বহু মতকে সম্মান করে সমাজে বসবাস করে এসেছি আমরা। সমাজে এত দিন একটা গ্রহণযোগ্যতার পরিবেশ ছিল। এখন তা সংকটের মুখে পড়েছে।’ বিশেষ করে আজ নাগরিকের ভারতীয়ত্ব নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হচ্ছে, তা অত্যন্ত অস্বস্তিকর বলে মনে করেন উপ-রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘আমি একজন ভারতীয়, এই প্রমাণই যথেষ্ট।’

বিদায়ী উপ-রাষ্ট্রপতি বলেন, আজ তিনি একা নন, তার মতো করে আরো অনেকেই এ নিয়ে ভাবছেন। বিষয়গুলো নিয়ে এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেছেন বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist