আন্তর্জাতিক ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৭

‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক মমতার

গত বুধবার ছিল ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৫তম বর্ষপূর্তি। এদিনে ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস দলের সভাপতি মমতা ব্যানার্জী।

পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কলেজ মাঠে দাঁড়িয়ে মমতা এ ডাক দেন। মমতা বলেন, ‘বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির ফলে চূড়ান্ত দুর্ভোগের শিকার হচ্ছেন আজ সাধারণ মানুষ। ভারতে জিএসটি (পণ্য পরিসেবা কর) চালু করার ফলে মানুষ ঠিকমতো ওষুধ পাচ্ছেন না। ওষুধ কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।’

মমতা বলেন, ‘এর আগে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন দেশের কৃষকরা। নোট বাতিলের ফলে বেকারদের সমস্যা বেড়েছে। কেন্দ্রীয় মোদি সরকারের হাতে বিপন্ন গণতন্ত্র। দিল্লিতে বসে তারা ভারত ভাগের উসকানি দিচ্ছে।’ মমতা আরো বলেন, ‘ভারত ভাগের এ খেলা বরদাশত করা হবে না। বাংলা কখনোই মাথা নোয়াবে না।’ পশ্চিমবঙ্গে পাহাড় ও সমতলে কেন্দ্র সরকার দুই ধরনের কথা বলছে বলেও অভিযোগ তোলেন মমতা। তিনি কেন্দ্রের বিজেপি সরকারের পাশাপাশি বামদের আক্রমণ করে বলেন, বাম এবং বিজেপির আঁতাতে বাংলা ভাগের উসকানি দেওয়া হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist