আন্তর্জাতিক ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৭

যুক্তরাষ্ট্রে কিউবার কূটনীতিক বহিষ্কার

৫০ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা কিউবার সঙ্গে মার্কিন বৈরী সম্পর্কের উন্নতি যেখানে শুরু হয়েছিল ২০১৫ সালে, সেই সম্পর্কে আবার অনিশ্চয়তা দেখা দিয়েছে এক রহস্যময় কারণে। ওয়াশিংটন থেকে দুজন কিউবান কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তার কারণ হিসেবে হাভানাতে থাকা কয়েকজন মার্কিন দূতাবাস কর্মকর্তার রহস্যময় শারীরিক সমস্যাকে তুলে ধরা হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুরেট বলছেন, গত বছরের শেষদিকে বেশ কিউবায় থাকা কয়েকজন মার্কিন দূতাবাসের কর্মকর্তা কানে কম শুনতে থাকেন। তাদের তখন জোর করেই দেশে ফিরিয়ে আনা হয়। মার্কিন মুখপাত্র সংবাদ সংস্থা এপিকে এর কারণ হিসেবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে তাদের সন্দেহ, কিউবার গোয়েন্দা সংস্থা হয়তো এমন কোনো যন্ত্র সেসব কর্মকর্তার বাসায় বা কর্মস্থলের কাছাকাছি ব্যবহার করেছিল, যার কারণে তাদের এমন শ্রবণ সমস্যা দেখা দিতে পারে। সন্দেহ করা হচ্ছে, সেসব যন্ত্রের সাহায্যে উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গপ্রবাহ হয়ে এমন শারীরিক সমস্যা সৃষ্টি করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist