আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৭

সাড়া ফেলেছে ‘সারাহা’

সৌদি আরব থেকে ‘সারাহা’ এমন একটি মেসেজিং অ্যাপ বাজারে ছাড়া হয়েছে যা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইতোমধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ছাড়িয়ে গেছে। কিন্তু এ প্রতিষ্ঠানটির কর্মচারী আছেন মাত্র তিনজন। ‘সারাহা’ একটি আরবি শব্দ, যার মানে হচ্ছে সততা। এর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার প্রোফাইলের লিংক আছে এমন যে কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে-কিন্তু আপনি জানতে পারবেন না যে এ বার্তাটি কে পাঠিয়েছে।

জুলাই মাসে অ্যাপলের অ্যাপ স্টোরে তালিকার শীর্ষে ছিল এ সারাহা। স্ন্যাপচ্যাট লোকের প্রোফাইল লিংক শেয়ার করার সুযোগ করে দেওয়ার পর থেকেই এ সারাহা অ্যাপটি যাকে বলে ‘ভাইরাল’ হয়ে গেছে অর্থাৎ দ্রুত লোকের মাঝে ছড়িয়ে পড়ছে।

জুলাই মাসে অ্যাপলের অ্যাপস্টোরে তালিকার শীর্ষে ছিল এ সারাহা। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ২৯ বছর বয়স্ক জয়নাল আবদিন তওফিক। তাকে প্রশ্ন করা হয়েছিল, তার এই সারাহা যে এত জনপ্রিয়তা পাবে তা তিনি ভেবেছিলেন কি না। তওফিক বলছেন, তিনি আশাবাদী ছিলেন। ভেবেছিলেন, এক হাজার মেসেজ পেলেই তিনি খুশি হবেন; কিন্তু তা এখন ৩০ কোটি ছাড়িয়ে গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist