আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ জুলাই, ২০১৭

বাড়ি ফিরতে চায় আইএস জঙ্গি সেই জার্মান কিশোরী

অল্প বয়সে মাথায় জিহাদ ভর করেছিল। তাই সুখ-স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে যোগ দিয়েছিল আইএসে। কিন্তু চোখের সামনে নৃশংসতা দেখে যথেষ্ট শিক্ষা হয়েছে। তাই এবার ঘরে ফেরার জন্য আকুল হয়েছে বছর ১৬-র এক জার্মান কিশোরী। যেনতেন প্রকারে বাড়ি ফিরতে চাইছে।

জার্মান পত্রিকা ‘দের স্পিজেল’-এর একটি প্রতিবেদনে মেয়েটির উল্লেখ করা হয়েছে। সম্প্রতি জার্মানি থেকে জঙ্গি সংগঠন আইএসে গিয়ে ভিড়েছিলেন পাঁচ মহিলা। তাদের মধ্যে একজন ওই কিশোরী। তাকে লিন্ডা ডব্লিউ বলে শনাক্ত করা গেছে।

ড্রিসডেনের পুলসনিৎজ শহরের বাসিন্দা। গত বছর তুরস্ক হয়ে ইরাক ও সিরিয়া পৌঁছানোর চেষ্টা করেছিল সে। কিন্তু তারপর থেকে কোনো হদিস মেলেনি। সম্প্রতি আইএসকে হটিয়ে মসুল পুনর্দখল করেছে সিরীয় বাহিনী, সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে ইরাকের একটি কারাগারে বন্দি।

এ মুহূর্তে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেছেন ড্রিসডেনের বর্ষীয়ান সরকারি আইনজীবী লরেঞ্জ হাসে। তবে জার্মান কনস্যুলেট যে তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছে, তা জানিয়েছেন তিনি। বাগদাদের একটি সেনা কারাগারে মেয়েটির সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলে জার্মান সংবাদমাধ্যম সূত্রেও খবর মিলেছে।সিরীয় সেনার হেলিকপ্টার হানার সময় ডান পায়ের হাঁটুতেও গুরুতর চোট পেয়েছে। সিদডাচ জাইতুঙ্গ সংবাদপত্র তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। তাতে ওই কিশোরী জানিয়েছে, ‘আইএসে যোগ দিয়ে মস্ত বড় ভুল করে ফেলেছি। যুদ্ধ, রক্তপাত, গোলাগুলি থেকে দূরে চলে যেতে চাই। ফিরে যেতে চাই পরিবারের লোকজনের কাছে।’ দেশে ফিরে গোয়েন্দাদের সব রকম সহযোগিতা করতে প্রস্তুত সে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist