আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জুলাই, ২০১৭

পাহাড়ে পুড়ল পুলিশ ফাঁড়ি

পাহাড়ে অশান্তি চলছেই। শনিবার ভোররাতে পুলিশের আউটপোস্ট পুড়িয়ে দিলেন একদল মোর্চা সমর্থক। জলঢাকা থানার কাছে রঙ্গু আউটপোস্ট এদিন ভস্মীভূত হয়ে যায়। ৩৮ দিন হলো গোর্খাল্যান্ডের দাবিতে দার্জিলিঙে বন্?ধ চলছে। চা-বাগানগুলো বন্ধ রয়েছে ৪০ দিন। দার্জিলিং, কালিম্পং, মিরিক, কার্শিয়াঙে ১৩ মোর্চা সমর্থক আমরণ অনশনে বসেছে। গতকাল রাতে পুলবাজার থানার মেচি বস্তিতে ৪৮০টি জিলোটিন লুট করে কিছু দুষ্কৃতি। এখনো এলাকায় আতঙ্ক র?য়েছে। অন্যদিকে, গতকাল চকবাজারে জিএনএলএফ-এর পথসভা করেছে। বেলা ১১.?৩০টায় রেলওয়ে স্টেশন থেকে মোর্চা সমর্থকরা মিছিল করেন। পরিস্থিতির ওপর নজর রাখতে সিআরপিএফ জওয়ানদের টহল চলছে। পাহাড়ের বিভিন্ন জায়গায় কড়া প্রহরা রয়েছে। দীর্ঘদিন টানা বন্?ধের ফলে পাহাড়ে নগদের অভাব মেটানো যাচ্ছে না। ক্রমশ বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। রোজকার চাল-ডাল আনতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়ছে পাহাড়বাসী। স্কুল-কলেজ এ নো বন্ধ। সারা সপ্তাহ ধরে চলেছে মোর্চার তা-ব। পুড়িয়ে দেওয়া হয়েছে কার্শিয়াঙের রাজ রাজেশ্বরী বেঙ্গলি কমিউনিটি হল। শুধু বাঙালি পর্যটকদেরই নয় স্থানীয়দেরও আবেগ ছিল এই হল ঘিরে। ভাঙচুর করা হয়েছে দার্জিলিঙের ঐতিহ্যবাহী টয় ট্রেনে। স্তম্ভিত হয়েছিলেন পাহাড়বাসীও। পোড়ানো হয়েছে পুলিশের গাড়ি, লাইব্রেরি। গোর্খাল্যান্ড আন্দোলন এভাবে হতে পারে না, মনে করছেন পাহাড়বাসীও।

প্রসঙ্গত, মোর্চাদের আলাদা রাজ্যের স্বপ্নপূরণের কথা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করায় শোকজ করা হয়েছে বিজেপি নেতা নন্দন দাসকে। গোর্খাল্যান্ড সম্পর্কে এখনো নিজেদের অবস্থান স্পষ্ট করেনি কেন্দ্র। তা সত্ত্বেও শিলিগুড়ির সাংগঠনিক জেলা সহসভাপতি নন্দন দাস কেন এই ধরনের কাজ করলেন তা জানতে চাওয়া হয় তার কাছে। তার হোয়াটসঅ্যাপ মেসেজে লেখা ছিল ‘দেশের ৩০তম রাজ্য হতে চলেছে গোর্খাল্যান্ড। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?।’ দলের জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল জানান, উনি দলের শীর্ষপদে থেকেও কেন এমন বিভ্রান্তিকর কাজ করলেন সেটাই প্রশ্ন। নন্দন দাস জানিয়েছেন, তিনি অন্য একজনের মেসেজ পেয়ে তা যাচাই না করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist