আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জুলাই, ২০১৭

আল-আকসায় ঢোকা নিয়ে উত্তপ্ত জেরুজালেম

গত শুক্রবারই জেরুজালেমের ওল্ড সিটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তার পরেই নিরাপত্তার স্বার্থে ওই শহরের পবিত্র ধর্মস্থানে প্রবেশের ওপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বলা হয়েছে, যেসব পুরুষদের বয়স পঞ্চাশের নিচে, তারা শুক্রবারের প্রার্থনায় যোগ দিতে পারবেন না। পুলিশের এই নিষেধাজ্ঞা ঘিরেই রণক্ষেত্রের চেহারা নিল জেরুজালেমের ওল্ড সিটি।

ওল্ড সিটির এই আল-আকসা ধর্মস্থানে প্রার্থনা করতে আসেন ইহুদি ও মুসলিমরা। ইহুদিদের কাছে আল-আকসা ‘টেম্পল মাউন্ট’ এবং মুসলিমদের কাছে এই ধর্মস্থান ‘নোবেল স্যাঙ্কচুয়ারি’ নামে পরিচিত। সপ্তম শতকে তৈরি প্রাচীন মার্বেল-পাথরে মোড়া এই ধর্মস্থান মুসলিম ও ইহুদি, দুই সম্প্রদায়ের কাছেই অত্যন্ত পবিত্র। শুক্রবারের প্রার্থনায় যোগ দিতে পবিত্র এই ধর্মস্থানে আসেন নানা বয়সের মানুষজন। কিন্তু শহরের হেরোদ গেটের বাইরেই আসে প্রথম বাধাটা। সেখানে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা তরুণ-যুবকদের ঢুকতে বাধা দেন। জানানো হয়, শুধু পঞ্চাশ বছর ও তার বেশি বয়সি পুরুষরাই ঢুকতে পারবেন ওই ধর্মস্থানে। তবে ছাড় রয়েছে সব বয়সি মেয়েদের ক্ষেত্রে। নিষেধাজ্ঞা জানার পরে ক্ষোভে ফেটে পড়েন প্রার্থনায় যোগ দিতে আসা মানুষ। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। রবার বুলেটও ছোড়া হয়। পুলিশ-দর্শনার্থীদের এই সংঘর্ষে আহত হয়েছেন ছয়জন।

প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওল্ড সিটির কাছেই পূর্ব জেরুজালেমে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক প্যালেস্টাইনি তরুণের। তবে কে বা কারা তাকে মেরেছে, তা এখনও স্পষ্ট নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist