আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জুলাই, ২০১৭

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, রুপার বিরুদ্ধে মামলা

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইনপ্রণেতা ও একসময়ের আলোচিত অভিনেত্রী রুপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে নারীদের নিরাপত্তার বিষয়ে কথা বলার সময় ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এ মামলা করা হয়েছে।

গত শুক্রবার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে মন্তব্য করেন রুপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘তাদের (তৃণমূল নেতাকর্মী) স্ত্রী ও মেয়েদের বাংলায় পাঠান, সেখানে ১৫ দিন থাকার পর তারা যদি ধর্ষণের শিকার না হয়, তারপর বলবেন।’

রুপার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় তৃণমূল কংগ্রেসে। দলটির আইনপ্রণেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘গোটা রাজ্যকে অভিযোগ করার আগে তার এটাও বলা উচিত যে, তিনি (রুপা) বাংলায় কতবার ধর্ষণের শিকার হয়েছেন। তাহলেই কেবল এ বক্তব্যের সত্যতা কতটা, তা বোঝা যাবে।’

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার আইনপ্রণেতা রুপা গঙ্গোপাধ্যায়। তার বিতর্কিত বক্তব্য দেওয়ার দিনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়ে মন্তব্য করায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist