আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জুলাই, ২০১৭

ভারত-চীনকে সেনা প্রত্যাহারের অনুরোধ ভুটানের

ভুটানের সীমান্তবর্তী ডোকলাম উপত্যকায় ভারত-চীনের সেনা মোতায়েন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যেই আলোচনায় চলে এসেছে ভুটান। তারা ভারত ও চীনকে একই সঙ্গে সেনা প্রত্যাহার করার জন্য অনুরোধ জানিয়েছে। তবে ভারত আশা করেছিল যে ভুটান শুধু চীনকেই এমন অনুরোধ করবে। কিন্তু কোনোভাবেই ভারতকে সেনা প্রত্যাহারের অনুরোধ করবে না। তবে ভুটান সে অনুযায়ী কাজ না করায় ভারতে শুরু হয়েছে সমালোচনা। ভুটান এভাবে বেঁকে বসতে পারে, তা ভাবতেও পারেনি ভারত। ভুটানকে শুরু থেকেই নিজের অনুগত দেশ বলেই মনে করে দিল্লি। এখন পর্যন্ত দেশটির ওপরে ভারতের প্রভাব খুব একটা কমেনি। কিন্তু এবার সেটিতে ফাটল ধরেছে বলেই ভাবা হচ্ছে। এমনিতেই কর্তৃত্ববাদী মনোভাবের কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের সঙ্গে ভারতের জটিলতা বাড়ছে। সেই সুযোগটা নিচ্ছে চীন। তারা এসব দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এবার ভুটানকেও পাশে পাচ্ছে চীন। ভারতকে ডোকলাম উপত্যকা নিয়ে চীন জানিয়েছে, এটা তাদের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক বিষয়। এ বিষয়ে দিল্লির সঙ্গে তারা কথা বলবে কেন? ভারত সেনা না সরালে পরিস্থিতি স্বাভাবিক হবে না।

উপায় না পেয়ে ভারতও নিজেদের কঠোর অবস্থান থেকে সরে আসছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, ভুটান থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে না-এমন খবর ঠিক নয়। আনন্দবাজার

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist