আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জুলাই, ২০১৭

গুরু পিঠে হাঁটলে ‘গর্ভবতী’!

লাইন ধরে শুয়ে আছে নারীরা। পিঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন তাদের গুরু। এতে নাকি তারা গর্ভবতী হবে। দীর্ঘদিন ধরে এমন বিস্ময়কর পদ্ধতি চলছে ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার লক্ষ্মী নরসিমা স্বামী মন্দিরে। খবর ডেইলি মেইলের। গুরু আর তার অনুসারী নারীদের এমন কান্ড দু-একবারই শেষ না। প্রতি বছর জুলাই মাসে সন্তান ধারণের ক্ষমতা পাওয়ার আশায় নারীরা জড়ো হন এখানে। প্রজন্মের পর প্রজন্ম পাহাড়ি উপত্যকার নারীরা ‘একাদশী’ নামের এ উৎসব পালন করছেন। নির্দিষ্ট দিনে নারী-পুরুষ জড়ো হয়ে মন্দিরের সামনে লাইন ধরে শুয়ে পড়েন। এরপর অপেক্ষা করতে থাকেন ধর্মীয় গুরু বা স্বামীজির জন্য। একপর্যায়ে গলায় মালা পরে হাজির হন স্বামীজি। নারীদের পিঠ মাড়িয়ে দীর্ঘ পথ পাড়ি দেন তিনি। এ সময় হাজারো মানুষ তা প্রত্যক্ষ করেন। তবে অনেকেই অভিযোগ করেছেন, স্বামীজির এই পদমন্ডিত হয়েও তাদের কোনো কাজ হয়নি। একাধিকবার এলেও সন্তান আর পেটে আসেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist