আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জুলাই, ২০১৭

লন্ডনে ৯০ মিনিটে পাঁচটি অ্যাসিড হামলা

সময় ৯০ মিনিট। তার মধ্যেই দুই দুষ্কৃতির তান্ডবে বিভীষিকাময় হয়ে উঠল লন্ডনের রাত। মপেডে চেপে উত্তর-পূর্ব লন্ডনের সুনসান রাস্তায় পথচলতি মানুষের ওপর অ্যাসিড নিয়ে এলোপাতাড়ি হামলা চালাল ওই দুজন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে হামলাগুলো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। লন্ডন পুলিশ সূত্রে খবর, এই দেড় ঘণ্টা ধরে শহরের হ্যাকনে, স্টোক নিউইংটন এবং ইসলিংটনের আনাচে-কানাচে ঘুরে বেরিয়েছে দুষ্কৃতিরা। পাঁচবার পথচলতি মানুষের ওপর অতর্কিতে হামলা চালিয়ে পালিয়েছে। আহতদের মধ্যে তিনজনের বাইকও চুরি করা হয়েছে বলে অভিযোগ। অ্যাসিড আক্রান্ত পাঁচজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বয়ান থেকে পুলিশ নিঃসন্দেহ, একই দুষ্কৃতিরা এ কান্ড ঘটিয়েছে।

রাত সাড়ে ১০টা নাগাদ প্রথম হামলার ঘটনাটি ঘটে হ্যাকনে রোডে। আচমকাই এক বাইক আরোহীর পথরোধ করে দাঁড়ায় দুষ্কৃতিরা। রাস্তার ধারে জোর করে তাকে টেনে নিয়ে যাওয়া হয়। হঠাৎই তার মুখে কিছু একটা ছিটকে এসে পড়ে। তীব্র জ্বালায় যখন তিনি ছটফট করছিলেন, তার বাইক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist