আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ জুলাই, ২০১৭

আইএসকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে গ্রেফতার মার্কিন সেনা

ছয় বছর আগে থেকেই ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থনের সুর শোনা গিয়েছিল মার্কিন সেনা অফিসার ইকাইকা এরিক কাংয়ের মুখে। গত শনিবার হাওয়াই দ্বীপপুঞ্জে গ্রেফতার করা হয়েছে তাকে। মার্কিন এক আদালতের দাবি, আইএসকে প্রশিক্ষণ দেওয়া এবং সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করার অভিযোগে কাংকে গ্রেফতার করা হয়েছে। ৩৪ বছর বয়সী ওই অফিসার মার্কিন সেনার প্রশান্ত মহাসাগরীয় কমান্ডে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করত। তার আইনজীবীর দাবি, ‘কাংয়ের মানসিক সমস্যা রয়েছে। মার্কিন সরকার তা জানা সত্ত্বেও বিষয়টিতে গুরুত্ব দেয়নি।’ সম্প্রতি হনলুলুর শোফিল্ড ব্যারাকে কাংকে কাজে পাঠানো হয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সেনা সূত্রে জানতে পারে কাং আশঙ্কাজনক কথাবার্তা বলছে এবং আইএসের সমর্থনেও বক্তব্য শোনা গেছে তার মুখে। গোয়েন্দা সংস্থার দাবি, এ বছরের মার্চ মাসেই কাং বলেছিল, কোনো পথে মারাত্মক নির্যাতন করা যায়, তার উপায় খুঁজে বেড়াচ্ছে সে। অরল্যান্ডোর পালস নাইটক্লাবে বন্দুকবাজের হানার খবর শুনে ওই মাসেই কাং তার এক সহকর্মীর সঙ্গে আলোচনা করেছে, ‘শুটারের যা করার ছিল, তা-ই করেছে। বিশ্বে আমেরিকাই একমাত্র জঙ্গি প্রতিষ্ঠান!’ এর পরে কাংয়ের আরো ‘বিস্ফোরক’ মন্তব্য, ‘হিটলারই ঠিক ছিলেন। উনি ইহুদি নিধনে বিশ্বাস করতেন।’ কাংয়ের কম্পিউটার ঘেঁটেও এমন শ-পাঁচেক নথি পাওয়া গেছে, যা থেকে আইএসের সঙ্গে তার যোগাযোগের প্রমাণ মেলে। আল-কায়েদার পত্রিকা ‘ইন্সপায়ার’-এর ১৩টি সংখ্যাও মিলেছে। গোয়েন্দাদের দাবি, পরে খোলাখুলি আইএসের উদ্দেশে সে বলেছে, ‘তুরস্কে যেতে চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist