আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জুন, ২০১৭

অবশেষে গ্রেফতার সেই বিচারপতি

আদালত অবমাননার দায়ে ভারতের সুপ্রিম কোর্টের জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রায় ছয় মাস পর অবসরপ্রাপ্ত বিচারপতি সি এস কারনানকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সময় গত মঙ্গলবার দেশটির তামিলনাড়ু রাজ্যের কইমবাতোর এলাকা থেকে কারনানকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের একটি দল। গত সপ্তাহে অবসরে যাওয়া কলকাতা হাইকোর্টের এই বিচারপতিকে গত মঙ্গল রাতে কইমবাতোর থেকে বিমানে করে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে নেওয়া হয়। তাকে গতকাল বুধবার কলকাতার প্রেসিডেন্সি কারাগারে রাখা হয়। গ্রেফতার কারনানকে কলকাতার আদালতে উপস্থাপন করা হবে কি না জানতে চাইলে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এক কর্মকর্তা বলেন, এ ধরনের কোনো সম্ভাবনা নেই। ‘সুপ্রিম কোর্ট এরই মধ্যে তাকে ছয় বছরের কারাদ-াদেশ দিয়েছেন’ বলেন, পুলিশের ওই কর্মকর্তা। কারনানই ভারতের প্রথম বিচারপতি যিনি দায়িত্বে থাকা অবস্থাতেই গ্রেফতারি পরোয়ানা ও কারাদ-াদেশ পেয়েছেন। ৯ মে গ্রেফতারের পরোয়ানা জারির সময় সুপ্রিম কোর্ট তার মানসিক স্বাস্থ্য পরীক্ষারও আদেশ দিয়েছিলেন। এর আগে-পরে বিভিন্ন সময় ৬২ বছর বয়সী কারনান বলেছেন, দলিত হওয়ার কারণেই তাকে ভুক্তভোগী হতে হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist