আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ জুন, ২০১৭

পরলোকে হেলমুট কোল

পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রীকরণের কারিগর, জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট কোল মারা গেছেন। শুক্রবার জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাইনল্যান্ড-পালাতিন্টের লুদভিগসা শহরের নিজ বাড়িতে ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয় বলে জার্মানির বিল্ড পত্রিকার বরাতে জানিয়েছে বিবিসি।

কোলের ১৬ বছরের শাসনামলেই বহুল আলোচিত বার্লিন দেয়ালের পতন ঘটে। ফরাসি মিত্র ফ্রাঁসোয়া মিতেঁরের সঙ্গে একত্রিত হয়ে তিনি ইউরোপের জন্য অভিন্ন ম্দ্রুা ইউরোর প্রচলন করেন। এ জন্য জার্মানির নিজস্ব মুদ্রা ডয়েশমার্ক বিসর্জন দিতেও বিচলিত হননি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কট্টর এ সমর্থকের মৃত্যুতে শোক জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান জ্যঁ-ক্লদ জাঙ্কার। কোলের মৃত্যুতে ইইউর পতাকা অর্ধনমিত রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist