আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মে, ২০১৭

স্কুলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ আনল ছাত্রী

১১ বছরের এক স্কুলছাত্রী তার স্কুলে শাস্তিদানের ব্যবস্থাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনার পর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিরাট শোরগোল পড়ে গেছে। তার বাবা গ্যাভিন বেল, যিনি লেখক ম্যাসন ক্রস নামে লেখালেখি করেন, এটি টুইটারে শেয়ার করেছিলেন। আভা বেল স্কুল সম্পর্কে এই মন্তব্য করে স্কুলের এক ফর্মে। সেখানে জানতে চাওয়া হয়েছিল তার শিক্ষকের কোন কাজটি আরো ভালোভাবে করা উচিত। আভা বেল তখন সেখানে লিখেছে একজনের অপরাধের জন্য পুরো ক্লাসকে শাস্তি দেওয়া বন্ধ করা উচিত। কারণ অন্য যারা কোনো অপরাধই করেনি, তাদের জন্য এটা ন্যায্য নয়। আভা বেল সবাইকে শাস্তি দেওয়ার এই বিধানকে জেনেভা কনভেনশনের বরাত দিয়ে যুদ্ধাপরাধের সঙ্গেও তুলনা করে।

এক ঘটনার পর গ্যাভিন বেল টুইটারে তার মেয়ের এই মন্তব্য পোস্ট করে বলেন, ‘বুঝতে পারছি না তাকে আমি শাস্তি দেব না আইসক্রিম কিনে দেব।’ টুইটারে পোস্টটিতে এ পর্যন্ত চার লাখের বেশি লাইক পড়েছে। গ্যাভিন বেল অবশ্য জানিয়েছেন, তার মেয়ে তার শিক্ষককে খুবই পছন্দ করে। শুধু তার আপত্তি স্কুলে যে ধরনের শাস্তির ব্যবস্থা চালু আছে সে ব্যাপারে। তবে টুইটারে বেশিরভাগ মানুষ গ্যাভিন বেলকে পরামর্শ দিয়েছেন, তিনি যেন তার মেয়েকে শাস্তি না দিয়ে বরং আইসক্রিম কিনে দেন। একজন এমনকি দরকার হলে তাকে এক বছর ধরে আইসক্রিম কিনে দেওয়ার জন্য ‘ক্রাউডফান্ডিং’ এর মাধ্যমে অর্থ জোগাড় করার কথা বলেছেন! তবে গ্যাভিন বেল অবশ্য ইতোমধ্যে মেয়েকে আইসক্রিম কিনে দিয়েছেন, আইসক্রিম হাতে তার ছবিও টুইটারে পোস্ট করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist