আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ মে, ২০১৭

বিশ্বের প্রথম রোবট পুলিশ দুবাইয়ে!

শৈশবের কমিক চরিত্র ‘রোবোকপ’ বা রোবট পুলিশ এখন আর কল্পনা নয়। দুবাই পুলিশের নতুন সদস্য হয়ে এসেছে রোবট। বিশ্বে পুলিশ বাহিনীতে রোবটের ব্যবহারের ঘটনা এটাই প্রথম। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে রসিকতা করে বলা হয়, এই পুলিশের কোনো ভিসা, মেডিক্যাল ইনস্যুরেন্স কিংবা ঘণ্টার পর ঘণ্টা প্রশিক্ষণের দরকার নেই। তারা দুবাইয়ের বাসিন্দা ও অসংখ্য পর্যটকদের সঙ্গে রাস্তায় নামতে পুরোপুরি প্রস্তুত। রোবট পুলিশ গত রোববার দাপ্তরিকভাবে কর্মস্থলে যোগ দেয়। তবে দুবাইতে চতুর্থ উপসাগরীয় তথ্য নিরাপত্তা মেলা ও সম্মেলনের অতিথিদের অভ্যর্থনা জানানোর মধ্য দিয়ে ২৩ মে আনুষ্ঠানিক কর্মযাত্রা শুরু হয় এই পুলিশের। স্বয়ংক্রিয় এ রোবট পুলিশ লম্বায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি। এটির ওজন ১০০ কেজি। এতে একটি ইমোশন ডিটেক্টর (আবেগ অনুধাবনযন্ত্র) সংযুক্ত আছে, যা ব্যবহার করে এই রোবট তার চারপাশে দেড় মিটার দূরত্ব পর্যন্ত কোনো সংকেত অনুধাবন করতে পারবে। এটি মানুষের আবেগ ও মুখের অভিব্যক্তি বুঝতেও সক্ষম। মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখের অনুভূতি অনুধাবন করে সেই অনুযায়ী আচরণ করবে এই রোবট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist