আন্তর্জাতিক ডেস্ক

  ২০ মে, ২০১৭

নিউইয়র্কে বেপরোয়া গাড়ির ধাক্কায় একজনের মৃত

নিউইয়র্কের ফুটপাতে বেপরোয়া গাড়ি পিষে দিল এক তরুণীকে। জখম কমপক্ষে আরো ২২ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের ব্যস্ততম এলাকা টাইমস্ স্কোয়ারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪২ স্ট্রিটের কাছে ফুটপাতের ওপর আচমকা উঠে পড়ে ওই গাড়িটি। তারপর চালক বেপরোয়া গতিতে ফুটপাত দিয়েই দক্ষিণ দিকে ছুটতে থাকেন। একাধিক পথচারীকে জখম করে ম্যানহাটনের কাছে ম্যারিয়ট হোটেলের সামনে একটি খুঁটিতে ধাক্কা লেগে দাঁড়িয়ে যায়। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় মিশিগানের বাসিন্দা বছর আঠারোর তরুণী অ্যালাইসা এল্সম্যানের। জখম ২২ জনের মধ্যে আছে অ্যালাইসার ১৩ বছরের বোনও। গাড়ি থেমে যেতেই চালক নেমে পালাতে গেলেও পুলিশ তাকে গ্রেফতার করে। রিচার্ড রোজাস নামে ২৬ বছরের ওই যুবক মার্কিন নৌসেনার সাবেক অফিসার। পুলিশ জানিয়েছে, রোজাস মাদকাসক্ত ছিল। পুলিশের দাবি, জেরায় রোজাস জানিয়েছে, সে চেয়েছিল, পুলিশ তাকে গুলি করে মারুক।

সেজন্যই ইচ্ছা করে এ ঘটনা ঘটিয়েছে। এর আগেও ২০০৮ এবং ২০১৫ সালে মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। এই বছরের শুরুতেও এক ব্যক্তিকে খুনের হুমকি দেওয়া এবং ধারালো অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয় রোজাসকে। তবে এটা সন্ত্রাসবাদী কাজ নয় বলেই জানিয়েছেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্ল্যাসিও। ঘটনার পর টাইমস্? স্কোয়ারের ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রোজাসের শারীরিক পরীক্ষার পর তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। টাইমস্ স্কোয়ারে ঘটনাস্থলে তদন্তে পুলিশ। নিউইয়র্ক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist