আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ মে, ২০১৭

জোম্যাটো হ্যাকড, পৌনে দুই কোটি গ্রাহকের তথ্য চুরি

হ্যাক হয়ে গেল জনপ্রিয় ফুড অ্যাপ জোম্যাটো। তাদের ১২ কোটি গ্রাহকের মধ্যে প্রায় ১ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য খোয়া গেছে বলে জানিয়েছে ওই ফুড ডেলিভারি সংস্থা। তবে গ্রাহকদের অ্যাকাউন্ট সম্পর্কিত সব তথ্য এখনো পর্যন্ত সুরক্ষিত আছে বলেই জানিয়েছে জোম্যাটো।

সংস্থা সূত্রে খবর, প্রধানত গ্রাহকদের পাসওয়ার্ড এবং ইউজারনেম হ্যাক করা হয়েছে। যে গ্রাহকরা বেশির ভাগ ওয়েবসাইটেই একই পাসওয়ার্ড ব্যবহার করেন তাদের ক্ষেত্রে খোয়া যাওয়ার সম্ভাবনাও থাকে বেশি। জোম্যাটোর পক্ষে তাই দ্রুত গ্রাহকদের পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়ার কথাও বলা হয়েছে। জোম্যাটো কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের ব্যাংক ডিটেলস তাদের সিস্টেমে আলাদা করে রাখা থাকে। পিসিআই ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ডের (ডিএসএস) মাধ্যমে সুরক্ষিত থাকে অনলাইন ট্রানজাকশন-সংক্রান্ত সব তথ্য। সেই তথ্য খোয়া যায়নি বলে জানিয়েছে জোম্যাটো। এ মুহূর্তে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও জানানো হয়েছে। ২০১৫ সালেও একবার হ্যাক হয়েছিল জোম্যাটো। ‘হোয়াইট হ্যাক হ্যাকার’ নামের একটি সংস্থা সেবার এ ফুড ডেলিভারি সংস্থার সব তথ্য হ্যাক করেছিল। এরপর থেকেই নিজেদের সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করেছিল জোম্যাটো। রেহাই মিলল না তাতেও। তবে খুব শিগগিরই এ সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছে জোম্যাটো। মাত্র কয়েক দিন আগেই র‌্যানসমওয়্যারের থাবায় ক্ষতবিক্ষত হয়েছে বিশ্বের শতাধিক দেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist