আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ মে, ২০১৭

‘ট্রাম্প-রাশিয়া যোগসাজশ’ তদন্ত করবেন মুলার

মার্কিন নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ তদন্তে এফবিআইর সাবেক পরিচালক রবার্ট মুলারকে নিয়োগ দিয়েছে দেশটির বিচার বিভাগ। রবার্ট মুলার পেশায় একজন আইনজীবী। তিনি ১২ বছর গোয়েন্দা সংস্থা এফবিআইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, মার্কিন জনগণের স্বার্থেই প্রশাসনের বাইরের কাউকে এ তদন্ত ভার দেওয়া হয়েছে। যে তদন্তের জন্য এই নতুন নিয়োগ দেওয়া হলো, সেই তদন্তের প্রধান জেমস কোমিকে গত সপ্তাহেই এফবিআইর পরিচালকের পদ থেকে বরখাস্ত করে বিতর্কিত হন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ, তিনি গত বুধবার মার্কিন সরকারের সন্ত্রাস দমনবিষয়ক গোপন কিছু তথ্য তুলে দিয়েছেন রাশিয়ার কর্মকর্তাদের হাতে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে সাক্ষাতের পরই এমন সংবাদ দিচ্ছে মার্কিন গণমাধ্যম। তাদের সংবাদে আরো বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্পর্কটা ঠিক কী ছিল, সে নিয়ে তদন্ত করার সময় সদ্য বরখাস্ত হওয়া এফবিআইপ্রধান জেমস কোমিকে সেই তদন্ত বন্ধ করতে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তার ফলেই জেমস কোমি বরখাস্ত হন। এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কিছুটা যেন পানি আরো ঘোলা করলেন। তিনি বলেছেন, গত সপ্তাহের ওই বৈঠকে কোনো গোপন তথ্য যে ফাঁস হয়নি, প্রমাণ হিসেবে ওই বৈঠকের বৃত্তান্ত তিনি তুলে দেবেন কংগ্রেসের কাছে। যদিও কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের প্রতিনিধিরাই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist