আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ মে, ২০১৭

তাজমহলে সাপ!

এক অনাকাক্সিক্ষত অতিথির আগমনে হুলুস্থুল বেঁধে গেল আগ্রার তাজমহলে। প্রচ- গরমে অতিষ্ঠ হয়ে ছয় ফুট লম্বা একটি সাপ একটু স্বস্তি পেতে ঢুকেছিল তাজমহলের পানি পরিশোধনাগারের শীতলীকরণ অংশে। সেটা দেখে পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি করেন এদিক-সেদিক।

তবে এক ঘণ্টার চেষ্টার পর ‘র‌্যাট স্নেক’ জাতের সাপটি উদ্ধার করা সম্ভব হয়। এই ‘অতিথি’ অবশ্য কারো কোনো ক্ষতি করেনি। তীব্র গরমে ঠা-া জায়গা খুঁজতে খুঁজতে সাপটি আশ্রয় নেয় ১৭ শতকের এই স্মৃতিস্তম্ভের ভেতর। পর্যটকদের আতঙ্ক, চিৎকার-চেঁচামেচিতে এগিয়ে আসে তাজমহলের প্রতœতাত্ত্বিক দল। তারা তাৎক্ষণিক সাহায্যের জন্য খবর দেয় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে।

তাজমহলের প্রতœতাত্ত্বিক বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মুনাজ্জার আলী জানান, পর্যটকদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে তাজমহলে চারটি পানির প্ল্যান্ট আছে। তার একটির কাছে ওই সাপ নজরে আসে পর্যটকদের। তাৎক্ষণিকভাবে পর্যটকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist