আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ মার্চ, ২০১৭

লন্ডনে হামলাকারী ‘সঠিক’ মুসলিম ছিলেন না

যুক্তরাজ্য পার্লামেন্টের সামনে হামলার জন্য অভিযুক্ত ধর্মান্তরিত খালিদ মাসুদ ‘সঠিক’ মুসলিম ছিলেন না।

পূর্ব সাসেক্সে খালিদকে বাড়ি ভাড়া দিয়েছিলেন এমন এক নারী এ দাবি করেছেন।

ক্যাসি হ্যাভার্ড নামের ওই নারী জানান, খালিদ পতিতাদের সঙ্গে যৌনকর্ম করতেন, কোকেন সেবন করতেন এবং মানুষকে ছুরি মেরে জখম করতেন।

৫২ বছর বয়সী খালিদ মাসুদ ১৯৬৪ সালে ইংল্যান্ডের কেন্টের ডার্টফোর্ডে এক খ্রিষ্টান পরিবারে জন্ম নেন। শৈশবের তার নাম আড্রিয়ান ইলমস রাখা হয়। তারা মা জেনেট ইলমস শ্বেতাঙ্গ ব্রিটিশ এবং বাবা ফিলিপ আজাও কৃষ্ণাঙ্গ ছিলেন।

আড্রিয়ান ২০০৩ সালে ৩৮ বছরে বয়সে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এর দুই বছর পর তিনি নিজের নাম রাখেন খালিদ মাসুদ।

গত ২২ মার্চ লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতু এবং সংলগ্ন যুক্তরাজ্য পার্লামেন্টের সামনে হামলা চালান তিনি।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছ, মাত্র ৮২ সেকেন্ডের এ হামলায় মাসুদের হাতে চারজন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হন। পরে পুলিশের গুলিতে তিনিও নিহত হন।

এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার দায়ে খালিদ প্রথমবার জেলে যান ১৯৮৩ সালের নভেম্বরে।

এরপর ২০০৩ সালের ডিসেম্বরে ছুরি বহনের অভিযোগে দ্বিতীয় দফায় জেলে যান তিনি। ওই সময় কারাগারে ধর্মান্তরিত হয়ে তিনি মুসলিম হন বলে ধারণা করা হচ্ছে।

তবে সাবেক বাড়িওয়ালী ক্যাসি হ্যাভার্ডেরে মতে, খালিদ যথার্থ মুসলমান ছিলেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist