আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ মার্চ, ২০১৭

আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া আবারও রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার ওই কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ হিসেবেই এই রকেট ইঞ্জিন পরীক্ষা চালানো হয়েছে।

এর আগে চলতি মাসের ১৯ তারিখ উত্তর কোরিয়া উচ্চক্ষমতার রকেট ইঞ্জিনের পরীক্ষা চালায়। তখন দেশটির নেতা কিম জং-উন ওই রকেট ইঞ্জিনের পরীক্ষাকে রকেট প্রযুক্তিতে তাদের ‘নতুন জন্ম’ বলে উল্লেখ করেন। প্রথমবার চালানো রকেট ইঞ্জিন পরীক্ষার পর মার্কিন কর্মকর্তারা যখন উদ্বেগ প্রকাশ করছেন, তখনই চালানো হয় এবারের পরীক্ষা।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে এবারের রকেট ইঞ্জিন পরীক্ষাটি চালানো হয়। আর তা আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের অংশ হিসেবেই চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই রকেট ইঞ্জিন পরীক্ষার ফলে তারা এবার অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তির আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হবে।

এর আগে কিম জং-উন জানিয়েছিলেন, উত্তর কোরিয়া শিগগিরই আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist