আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ আগস্ট, ২০২০

ফিলিপাইনে ঊর্ধ্বমুখী সংক্রমণ ফের লকডাউন

নতুন করে করোনাভাইরাসের যে ঊর্ধ্বমুখী সংক্রমণ দেখা দিয়েছে, তাতে করে দেশের ভঙ্গুর স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধসে পড়তে পারে বলে চিকিৎসকরা সতর্ক করে দেওয়ার পর এক কোটিরও মানুষকে ফের লকডাউন করে রেখেছে ফিলিপাইনের সরকার। বিবিসির অনলাইন প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। এক দিনের নোটিসে গত মঙ্গলবার থেকে দুই সপ্তাহের এই লকডাউন শুরু হয়েছে দেশটি লুজান দ্বীপে অবস্থিত রাজধানী ম্যানিলা ছাড়াও আশপাশের আরো চারটি প্রদেশে। করোনার বিস্তার রোধে জারি লকডাউন থেকে গত জুনে মুক্তি মেলে দেশটির মানুষের কিন্তু নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় ফের লকডাউন করা হলো। দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এখন লক্ষাধিক। গত সোমবারও দেশটিতে এক দিনে রেকর্ড সর্বোচ্চ ৬ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ হাজার ১১৫ জন ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন। সামনে আক্রান্ত ও মৃত্যু আরো বাড়বে বলেই শঙ্কা। ফিলিপাইনের হাসপাতালগুলো করোনায় নিশ্চিতভাবে আক্রান্ত মানুষের সেবা দিতে মারাত্মক

হিমশিম খাচ্ছে। স্থানের সংকুলান না হওয়ায় অনেকে হাসপাতাল অসংখ্য মানুষকে ভর্তি নিচ্ছে না। হাসপাতালের দুয়ার থেকে ফিরে যেতে হচ্ছে তাদের। এমন অবস্থায় সংক্রমণের হার বাড়তে থাকায় উদ্বেগ আতঙ্কে রূপ নিয়েছে। লকডাউন মানে কোনো মানুষ জরুরি কোনো পণ্য কেনা এবং শরীরচর্চা করা ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না। গণপরিবহন বন্ধ থাকবে না। চলাচল করবে না অভ্যন্তরীণ কোনো বিমান। রেস্তোরাঁগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে তবে কেউ সেখানে বসে খেতে পারবে না, খাবার কিনে ঘরে নিয়ে যেতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close