আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ জুন, ২০২০

মহামারিকালে বিশ্বে নেতৃত্বের সংকট দেখছে ডব্লিউএইচও

করোনা মহামারিকালে বিশ্ব নেতৃত্বের সংকট প্রকট হয়ে ধরা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চোখে। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, বিশ্বে নেতৃত্ব ও ঐক্যের অভাব মহামারির চেয়েও বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। গত সোমবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের আয়োজনে স্বাস্থ্যবিষয়ক এক ভার্চুয়াল ফোরামে তিনি এ কথা বলেন বলে রয়টার্স জানিয়েছে।

গ্যাব্রিয়েসুস বলেন, এই পরিস্থিতিতে বিশ্বের এখন একান্ত প্রয়োজন ঐক্য ও সংহতি। এই মহামারির রাজনীতিকরণ সংকট আরো বাড়িয়ে তুলেছে। এই ভাইরাস নয়, এই মুহূর্তে যে বড় হুমকি আমরা মোকাবিলা করছি, তা হচ্ছে বৈশ্বিক সংহতি ও নেতৃত্বের অভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তার বক্তব্যের কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিলেও করোনা মহামারিকালে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রের মধ্যে দূরত্ব আরো বেড়েছে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ডব্লিউএইচওর বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে সংস্থাটিতে তহবিল জোগানো স্থগিত করেছে। বাণিজ্য নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপড়েন কয়েক বছর ধরে চলছিল; সেই দূরত্ব আরো বাড়িয়ে তুলেছে করোনা মহামারি। গত বছরের শেষে চীনের উহানে নতুন এই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর দেশটি বিশ্বকে তথ্য না দিয়ে তা গোপন করতে চেয়েছিল বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ। চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর মহামারিতে বিপর্যস্ত এখন যুক্তরাষ্ট্র। বিশ্বে আক্রান্ত ৯০ লাখ মানুষের মধ্যে প্রায় ২৩ লাখই যুক্তরাষ্ট্রের। আবার এই মহামারিকালে বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘাতের পর উত্তেজনা চলছে। শনাক্ত রোগীর বিচারে ভারত এখন বিশ্বে চতুর্থ। সোয়া ৪ লাখের বেশি রোগী ধরা পড়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে মতো কড়া ভাষায় না হলেও এই মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘নড়বড়ে বিশ্বাসযোগ্যতা’ নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা। দুবাইয়ের ফোরামে আলোচনায় গেব্রিয়াসুস বলেন, কিছু অঞ্চলে মহামারি মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষার কাজটি আরো জোরদার করা দরকার। কিন্তু কোন কোন অঞ্চলে তাও স্পষ্ট করেননি তিনি। কয়েক দিন আগেই ডব্লিউএইচও সতর্ক করেছিল, করোনাভাইরাস এখন আরো দ্রুত ছড়াচ্ছে। এরপর এক দিন আগেই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার ২০ জন কোভিড-১৯ রোগী শনাক্তের কথা জানায় সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এখন সব দেশেরই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বৈশ্বিক স্বাস্থ্যসেবার ওপর। তিনি বলেন, একটি কঠিন অবস্থার মধ্যে পড়ে বিশ্ব এটা শিখেছে যে শক্তিশালী একটি স্বাস্থ্যসেবা কাঠামোই বিশ্ববাসীর স্বাস্থ্য সুরক্ষার ভিত তৈরি করতে পারে। শুধু তাই নয়, তার মাধ্যমেই অর্থনৈতিক ও সামাজিক উন্নতি নিশ্চিত হতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close