আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ জুন, ২০২০

‘বড় দেশগুলোতে করোনাভাইরাস আক্রান্ত বাড়ছে’

একই সময়ে বেশ কয়েকটি বড় দেশে নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর মধ্যে লাতিন আমেরিকায় বিশেষ করে ব্রাজিলে, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে জাতিসংঘের এই সংস্থা। গত সোমবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের আয়োজনে স্বাস্থ্যবিষয়ক এক ভার্চুয়াল ফোরামে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস জানান, গত রোববার বিশ্বে ১ লাখ ৮৩ হাজার ২০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে যা ডিসেম্বরে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এক দিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এক অনলাইন ব্রিফিংয়ে ডব্লিউএইচওর জরুরিবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেছেন, নিশ্চিতভাবেই সংখ্যাগুলো বাড়ছে কারণ একই সময়ে বিশ্বের অনেকগুলো জনবহুল দেশে ও বিশ্বজুড়ে মহামারিটি ছড়িয়ে পড়ছে। কিছু সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে পরীক্ষা বাড়ার ভূমিকা থাকতে পারে আর ভারতের মতো দেশগুলো নিশ্চিতভাবেই পরীক্ষা বাড়িয়েছে, কিন্তু পরীক্ষার কারণেই এমনটি ঘটছে বলে আমরা মনে করি না। রয়টার্সের টালি অনুযায়ী, গত সোমবার বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে; যুক্তরাষ্ট্র, চীন ও মহামারি আক্রান্ত অন্যান্য দেশও নতুন প্রাদুর্ভাবের কথা জানিয়েছে। চিলি, আর্জেন্টিনা, কলম্বিয়া, পানামা, বলিভিয়া, গুয়াতেমালা ও ব্রাজিলে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৪ হাজার রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। রায়ান বলেন, জনসংখ্যার অনুপাতে দেশগুলোতে এখনো পরীক্ষার সংখ্যা কম আর সামগ্রিকভাবে পরীক্ষায় পজিটিভ আসার হার এখনো অনেক বেশি। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এই প্রবণতা বিস্তৃত পরীক্ষার প্রতিফলন নয় কিন্তু আক্রান্তের প্রকৃত সংখ্যা সম্ভবত হিসাবে আসছে না। টেড্রোস বলেছেন, বিশ্বে নেতৃত্ব ও ঐক্যের অভাব মহামারির চেয়েও বড় হুমকি হয়ে দেখা দিয়েছে আর রাজনীতিকরণের কারণে মহামারি পরিস্থিতি আর খারাপ হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close